কাতারে বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্ট উদ্বোধন

 

কাতারে দেশীয় কাচ্চি বিরিয়ানির সমাহার নিয়ে যাত্রা শুরু করলো বাংলাদেশি মালিকানাধীন সানি বিডি কাচ্চি ভাই রেস্টুরেন্ট। কাতার স্থানীয় সময় শুক্রবার (৩ মে) রাতে কাতারের রাজধানী দোহা মাতার কাদিম ফুট প্লাস মার্কেটের পাশে এ রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়।

রেস্টুরেন্টের উদ্বোধন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম ও কাচ্চি ভাই রেস্টুরেন্টের স্বত্বাধিকারী নিয়াজ কবির চৌধুরী বাবুল ও রিয়াজ কবির চৌধুরী সোহেল।



পরে রেস্টুরেন্টের হল রুমে উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাচ্চি ভাই রেস্টুরেন্টের স্বত্বাধিকারী নিয়াজ কবির চৌধুরী বাবুলের সভাপতিত্বে ও আনোয়ার হোসেন মামুনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম।

আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর মোহাম্মদ মাশহুদুল কবীর, বাংলাদেশ কমিউনিটির সিনিয়র সহ সভাপতি শফিকুল ইসলাম তালুকদার বাবু, বাংলাদেশ কমিউনিটির সহ সভাপতি আব্দুল মতিন পাটোয়ারী, ব্যবসায়ী সালেহ আহমদ খোকন, ব্যবসায়ী মাহবুবর রহমান চৌধুরী বাবু, আতিকুল মাওলা মিঠুসহ অনেকে।

a bd

রেস্টুরেন্টে উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম খায়ের উদ্দিন, বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর মোবাশ্বেরা কাদের, বাংলাদেশ দূতাবাসের ভিসা ও পাসপোর্ট বিভাগের কাউন্সিলর মো. মাহাদি হাসান, বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আব্দুল্লাহ আল রাজী, বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব ও দূতালয় প্রধান মো. নাসির উদ্দীনসহ অনেকে।

পরে রেস্টুরেন্টের পক্ষ থেকে তিন হাজার প্রবাসীকে বিনামূল্যে খাবার বিতরণ করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।

Comments

Popular posts from this blog

আরব আমিরাত সহ সকল দেশের আজকের টাকার রেট

বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করল যে দেশ

5 Tips for Choosing the Right Car Accident Lawyer