আরব আমিরাতে এপ্রিলে ব্যাহত ব্যবসায়িক কার্যক্রম

 

জ্বালানি তেলের ওপর নির্ভরতা কাটাতে অর্থনৈতিক বৈচিত্র্যকরণ নীতিতে হাঁটছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। তাতে বেশ সাফল্যও দেখেছে উপসাগরীয় অঞ্চলের অন্যতম এ অর্থনীতি।

সর্বশেষ এপ্রিলে জ্বালানি তেলবহির্ভূত খাতে স্থিতিশীল উৎপাদন দেখেছিল দেশটি, কিন্তু রেকর্ড বৃষ্টির কারণে একই মাসে ব্যবসায়িক কার্যক্রমসহ পণ্য বিক্রি কমেছে। খবর দ্য ন্যাশনাল।


এপ্রিলের মাঝামাঝিতে বৃষ্টিপাতে ইউএইর জাঁকজমকপূর্ণ বাণিজ্যিক ও আবাসিক অঞ্চলগুলো পানিতে তলিয়ে যায়। এবারের বৃষ্টি ছিল ১৯৪৯ সালের পর অর্থাৎ ৭৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি।

ভারি বৃষ্টিপাত মাসের শেষ পর্যন্ত অব্যাহত থাকলেও এপ্রিলে ক্রেডিট রেটিং সংস্থা এসঅ্যান্ডপি গ্লোবালের পারচেজিং ম্যানেজার ইনডেক্স (পিএমআই) দেশটির জ্বালানি তেলবহির্ভূত খাতের ইতিবাচক প্রসার দেখা যাচ্ছে। তবে সাম্প্রতিক কয়েক মাসের মধ্যে সূচক ছিল সর্বনিম্ন।

a ce

এপ্রিলে পিএমআই ছিল ৫৫ দশমিক ৩, তা মার্চের ৫৬ দশমিক ৯ পয়েন্ট থেকে কিছুটা কম। এর আগে গত ফেব্রুয়ারিতে পিএমআই সূচক ছিল ৫৭ দশমিক ১, যা পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ।

Comments

Popular posts from this blog

আরব আমিরাত সহ সকল দেশের আজকের টাকার রেট

বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করল যে দেশ

5 Tips for Choosing the Right Car Accident Lawyer