একদিনের জন্য কোটিপতি হলেন বাংলাদেশিসহ ১৬ প্রবাসী
আপনাকে যদি একদিনের জন্য একজন কোটিপতির মতো জীবন-যাপন করার সুযোগ দেওয়া হয় তাহলে আপনি কি করতেন?
আরব আমিরাতের দুবাইয়ে ১৬ জন নির্মাণ শ্রমিক গত ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে এক দিনের জন্য কোটিপতি হওয়ার সুযোগ পান। যার মধ্যে ছিলেন বাংলাদেশি প্রবাসীও।
মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম খালিজ টাইমস শনিবার (৪ মে) এক প্রতিবেদনে জানিয়েছে, এই ১৬ প্রবাসী নির্মাণ শ্রমিক তাদের জাম্পস্যুট খুলে— স্যুটকোর্ট, দামি জুতা, চশমা পরেন। এছাড়া প্রত্যেককে দেওয়া হয় দামি ব্যাগ।
ac
d
তারা এরপর চড়েন বিশ্বের সবচেয়ে দামি গাড়িগুলোতে। এসব গাড়িতে করে দুবাইয়ে ঘুরে বেড়ান। তাদের প্রথম গন্তব্য ছিল দুবাই মারিনা। সেখানে তারা একটি বিলাসবহুল প্রমোদতরীতের পার্টি করেন। এছাড়া নিজেরা মিলে একটি কেক কাটেন। ওইদিন তারা ঘুমান একটি পাঁচ তারকা হোটেলে। সঙ্গে সবচেয়ে দামি জায়গা থেকে তাদের জন্য খাবার আনা হয়।
Comments
Post a Comment