হা*মলার আশঙ্কায় নির্ঘুম রাত কাটছে হাজারো প্রবাসীর
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাফেলোতে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় চারদিন আগে বন্দুকধারী গ্রেপ্তার হলেও এখনও হামলার আশঙ্কা কাটছে না বাফেলোর প্রবাসী বাংলাদেশিদের।
এলাকায় পুলিশি টহল বাড়ানোর জন্য প্রবাসীরা দাবি জানালেও তা বাস্তবায়ন করেননি পুলিশ বিভাগ। ফলে আতঙ্কিত অবস্থায় দিনযাপন করছেন হাজারো বাংলাদেশি।
জানা গেছে, গত ১০ বছরে নিউ ইয়র্ক সিটিসহ বিভিন্ন অঙ্গরাজ্য থেকে প্রায় অর্ধলক্ষাধিক বাংলাদেশি বাফেলোতে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন।
এখানে কম মূল্যের বাড়ি কিনে মেরামতের পর সেসব বাড়ি ভাড়া দিয়ে ব্যবসা করছেন অনেকদিন ধরে। বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনা এর আগে কখনও ঘটেনি।
a
cs
গত শনিবার (২৭ এপ্রিল) এক বন্দুকধারীর গুলিতে নিহত আবু সালেহ মোহাম্মদ ইউসুফ (৫৩) ও বাবুল মিয়া (৫৮) হত্যাকাণ্ডের ঘটনায় কমিউনিটিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই রাতে ঘুমাতে পারছেন না। সব সময় একটা ভয় কাজ করছে।
Comments
Post a Comment